ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বিএফবির উদ্যোগে সাঁওতালদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘বেটার ফিউচার বাংলাদেশ’ (বিএফবি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগ ও জড়োয়া ঘর, মা মিষ্টান্ন এবং জলযোগ এর সহযোগিতায় কর্ণাই পাড়া সাঁওতালদের মাঝে বিনামূল্যে ওষুধসামগ্রী বিতরণ,  স্বাস্থ্য সচেতনতা  ও শিক্ষাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘বেটার ফিউচার বাংলাদেশ’ দিনাজপুর জেলা ও হাবিপ্রবি ক্যাম্পাস শাখার এম্বাসেডর শফিউল আজম অপু এর সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাঁওতাল পল্লীর লোকজনদের নিয়ে এই স্বাস্থ্য সচেতনতা, শিক্ষামূলক আলোচনা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডা. নুরুল ইসলাম, বিশেষ অতিথি দিনাজপুর হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডা. আব্দুল মালেক, আবু সালেহ ও ডা. জামান।

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার রয় এবং বেটার ফিউচার বাংলাদেশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস এম্বাসেডর শফিউল আজম অপু বলেন, বেটার ফিউচার বাংলাদেশ (বিএফবি) তরুণদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক সংগঠন।এটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত সামাজিক সংগঠন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।  

চিকিৎসকরা সাঁওতাল কিশোর কিশোরীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা বিষয়ে একটি দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। রোগের ধরণ দেখে উপস্থিত শিশু, নারী, পুরুষ এবং রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও কিছু জরুরি ওষুধপত্র বিতরণ করেন।

একজন সাঁওতাল নারী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি বেশ কিছুদিন ধরে হাটুতে ব্যথায় ভুগছিলাম। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমি অনেক খুশি। সাঁওতালদের মোড়ল তাদের বাসস্থান এবং শীতে যেন তাদের প্রতি সুদৃষ্টি দেওয়া হয়, সেজন্য বেটার ফিউচার বাংলাদেশ ও অন্যান্য সংস্থাগুলোকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

কেআই/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি